নওয়াপাড়া ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক হুইপ ওহাব ও তাঁর ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

নিজস্ব সংবাদ :

সাবেক হুইপ ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল ওহাব, তাঁর ছেলে শেখ কাফি সম্্রাট ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা জিএম মনিরুজ্জামান মনিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি প্রদানসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৮ লাখ টাকা আদায়ের অভিযোগে সোমবার (৯ ডিসেম্বর) যশোরের অভয়নগর থানায় এ মামলা করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. এমাদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বাদী উপজেলার বুইকারা গ্রামের বাচ্চু খাঁর ছেলে মো. কামাল হোসেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
অভিযুক্ত শেখ আব্দুল ওহাব উপজেলার সিংগাড়ী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। এছাড়া শেখ কাফি সম্্রাট শেখ আব্দুল ওহাবের একমাত্র ছেলে। অপর অভিযুক্ত জিএম মনিরুজ্জামান মনি উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত জিএম আমিনুর রহমানের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, বাদী কামাল হোসেনের নওয়াপাড়া বাজারে এসকে ট্রের্ডিং নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ২০১৩ সালে মেসার্স মজুমদার ট্রেডার্স থেকে এসকে ট্রেডিং চিনি ক্রয় করেছে এমন দাবি করে সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব ও তাঁর ছেলে শেখ কাফি সম্্রাট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২০১৩ সালের ১৭ জানুয়ারি দুপুরে অভিযুক্ত ৩ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন এসকে ট্রেডিংয়ের ভেতরে জোরপূর্বক প্রবেশ করে এবং ক্যাশ বাক্স থেকে ৮ লাখ টাকা নিয়ে যায়। এরপর বাদী কামাল হোসেন স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও ব্যবসায়ী মহলের সহযোগিতা চাইলে অভিযুক্তরা ভয়ভীতি ও হত্যার হুমকি দিতে থাকে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, শেখ আব্দুল ওহাব, শেখ কাফি সম্্রাট ও জিএম মনিরুজ্জামান মনিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
২৯ বার পড়া হয়েছে

সাবেক হুইপ ওহাব ও তাঁর ছেলের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

আপডেট সময় ১১:০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সাবেক হুইপ ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আব্দুল ওহাব, তাঁর ছেলে শেখ কাফি সম্্রাট ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা জিএম মনিরুজ্জামান মনিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি প্রদানসহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৮ লাখ টাকা আদায়ের অভিযোগে সোমবার (৯ ডিসেম্বর) যশোরের অভয়নগর থানায় এ মামলা করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মো. এমাদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বাদী উপজেলার বুইকারা গ্রামের বাচ্চু খাঁর ছেলে মো. কামাল হোসেন অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
অভিযুক্ত শেখ আব্দুল ওহাব উপজেলার সিংগাড়ী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। এছাড়া শেখ কাফি সম্্রাট শেখ আব্দুল ওহাবের একমাত্র ছেলে। অপর অভিযুক্ত জিএম মনিরুজ্জামান মনি উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত জিএম আমিনুর রহমানের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, বাদী কামাল হোসেনের নওয়াপাড়া বাজারে এসকে ট্রের্ডিং নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ২০১৩ সালে মেসার্স মজুমদার ট্রেডার্স থেকে এসকে ট্রেডিং চিনি ক্রয় করেছে এমন দাবি করে সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব ও তাঁর ছেলে শেখ কাফি সম্্রাট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ২০১৩ সালের ১৭ জানুয়ারি দুপুরে অভিযুক্ত ৩ জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন এসকে ট্রেডিংয়ের ভেতরে জোরপূর্বক প্রবেশ করে এবং ক্যাশ বাক্স থেকে ৮ লাখ টাকা নিয়ে যায়। এরপর বাদী কামাল হোসেন স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও ব্যবসায়ী মহলের সহযোগিতা চাইলে অভিযুক্তরা ভয়ভীতি ও হত্যার হুমকি দিতে থাকে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, শেখ আব্দুল ওহাব, শেখ কাফি সম্্রাট ও জিএম মনিরুজ্জামান মনিসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।